Thursday 26 November 2015

রাঙ্গামাটি / Rangamati

চট্রগ্রাম পার্বত্য জেলার অন্তর্গত রাঙামাটি পার্বত্য জেলা জনপ্রিয় পর্যটন এলাকা। এখানে পর্যটক আকৃষ্ট অনেক কিছু দেখার আছে। বিশেষত কাপ্তাই হ্রদ যা, কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্র নির্মিত বাঁধের দ্বারা সৃষ্ট। এই হ্রদের স্বচ্ছ ও শান্ত পানিতে নৌকা ভ্রমন অত্যন্ত সুখকর । হ্রদের উপর আছে ঝুলন্ত সেতু। জেলার বরকল উপজেলার শুভলং-এর পাহাড়ি ঝর্ণা ইতোমধ্যে পর্যটকদের কাছে ব্যাপক পরিচিতি লাভ করেছে। ভরা বর্ষামৌসুমে মূল ঝর্ণার জলধারা প্রায় ৩০০ ফুট উঁচু থেকে নিচে আছড়ে পড়ে।এছাড়া, কাপ্তাই জাতীয় উদ্যান উল্লেখযোগ্য ভ্রমন এলাকা। এখানে আরও আছে রাবার বাগান, রাজবন বিহার পেগোডা, পেডা টিং টিং, যাদুঘর, কাপ্তাই জাতীয় উদ্যান ইত্যাদি দেখার মত জাইগা।




Rangamati is the administrative headquarters of Rangamati Hill District in the Chittagong Hill Tracts of Bangladesh. The town is located at 22°37'60N 92°12'0E and has an altitude of 14 metres (49 feet).It's a travel destination of Bangladesh which is known as "Lake City". Kaptai lake, the hanging bridge and Pablakhali reserve forest are some of the notable locations to visit in Rangamati. Tourist Places in Rangamati 1.rajban bihar pagoda 2.peda ting ting 3.tribal cultural museum 4.hanging bridge 5.shuvolong 6.kaptai national park 7.royal chakma palace 8.rangamati kaptai lake.

No comments:

Post a Comment