Tuesday 24 November 2015

কক্সবাজার / COX'S BAZAR


বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত হচ্ছে কক্সবাজার। প্রতিদিন অসংখ্য পর্যটক কক্সবাজারে ভ্রমণে আসছে। কক্সবাজার সৈকতে গেলে দেখা যায় অভাবনীয় দৃশ্য। হাজার হাজার নারী-পুরুষ শিশুর অপূর্ব মিলনমেলা। তাদের আনন্দ উচ্ছ্বাসে মুখরিত সাগর তীর। কক্সবাজার সমুদ্র সৈকত লম্বা ১২৫ কিলোমিটার (৭৮ মাইল) এর হালকা ঢালু বালুময় সৈকত। চট্টগ্রাম শিল্প পোর্ট থেকে152 কিলোমিটার (94 মাইল) দক্ষিণ অবস্থিত এটি। .কক্সবাজার এর আরেক নাম "পাণোয়া" যার অর্থ "হলুদ ফূল", দ্বারা পরিচিত হয়. তার অন্যান্য পুরানো নাম "পালঙ্কি" ছিল.

Facebook post







Cox's Bazar is a seaside town, a fishing port and district headquarters in Bangladesh. It is known for its wide and long sandy beach, which is considered by many as the world's longest natural sandy sea beach.The beach in Cox's Bazar is an unbroken 125 kilometers (78 mi) sandy sea beach with a gentle slope. Cox's Bazar is also known by the name Panowa, whose literal translation means "yellow flower". Its other old name was "Palongkee"

(ভ্রমণকারী দের পছন্দের তালিকাই কক্সবাজার শীর্ষ স্থান দখল করে আছে)

No comments:

Post a Comment