Thursday 26 November 2015

বায়তুল ফালাহ মসজিদ বা জমিয়াতুল ফালাহ মসজিদ / Baitul Falah or Jamiatul Falah Mosque




বায়তুল ফালাহ মসজিদ বা জমিয়াতুল ফালাহ মসজিদ বাংলাদেশের চট্টগ্রামে অবস্থিত একটি প্রাচীন মসজিদ; যা অত্র অঞ্চলের সবচেয়ে বড় মসজিদ হিসাবেও পরিচিত।এই মসজিদটি চট্টগ্রাম শহরের ওয়াসার (জল এবং নিকাশী অথরিটি) সদর দপ্তরের পাশে অবস্থিত। মসজিদটি চট্টগ্রামের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বৃত্ত বা মোড়ে অবস্থিত যেটি দামপাড়া পুলিশ লাইনের (পুলিশ বেজ) সাথে সংযুক্ত। মসজিদটি চট্টগ্রাম সিটি কর্পোরেশন দ্বারা পরিচালিত হয়।এটি অনেকগুলি খিলানসহ চমত্কার স্থাপত্যে নির্মিত। মূল ভবনটি তিনতলা মসজিদ। প্রায় ৫০০০ মানুষ এখানে একত্রে নামায আদায় করতে পারে। মূল ভবনের সামনে একটি বিশাল জায়গা রয়েছে সেখানে ঈদ উল ফিতর এবং ঈদ উল আযহার সময় ঈদের নামায অনুষ্ঠিত হয়। ঈদের সময় এখানে প্রায় ৫০,০০০ মানুষ একত্রে জড়ো হয়।



Baitul Falah or Jamiatul Falah is the largest Mosque of Chittagong, Bangladesh. It is situated in an important place of Chittagong where the WASA (Water And Sewage Authority) headquarters for Chittagong is also situated. This three-storied unique mosque is a model of superb architecture with numerous arches. Approximately 5000 people can say their prayers at a time in this mosque.

A huge ground is stretched in front of the main complex that is used during the eve of the holy Eid-ul-Fitr and Eid-ul-Adha, which are Muslim festivals. On the eve of Eid 50,000 people can gather here altogether. The mosque is at a crucial circle or junction of roads in Chittagong that is linked with Dampara Police Line (Police Base). The famous shrine of Garibullah Shah is situated a few yards away from the police line. The Mosque is maintained by the Chittagong City Corporation.

চট্টগ্রাম কোর্ট বিল্ডিং / The Court Building

চট্টগ্রাম কোর্ট বিল্ডিং বা চট্টগ্রাম আদালত ভবন চট্টগ্রাম শহরের পরীর পাহাড়ে অবস্থিত একটি প্রশাসনিক ভবন। ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ১৭৭৩ সালে চট্টগ্রামকে পৃথক প্রশাসনিক অঞ্চল ঘোষণা করে। এসময় প্রশাসনিক কাজের জন্য এই দ্বিতল ভবনটি নির্মাণ করা হয়। এর আয়তন ১,৫৩,০০০ বর্গফুট ও কক্ষ সংখ্যা শতাধিক।এখান থেকে জেলা প্রশাসক, বিভাগীয় কমিশনার ও আদালতের কার্যাবলী পরিচালিত হয়। এছাড়া জেলা ট্রেজারি এখানে অবস্থিত।
বর্তমানে পুরাতন ভবনে কার্যক্রমের স্থান সংকুলান না হওয়ায় পুরাতন ভবনের পাশে নতুন নির্মিত হয়েছে। 








The Court building as famously known in Chittagonian localites is situated on top of "Parir Pahar". This has been in use since British rule. The old red building still stands strong. A new building is made though.

জিয়া শিশুপার্ক / Zia Sisu Park


চট্টগ্রাম মহানগরীর কাজির দেউড়ি জিয়া শিশুপার্ক 
তিন একর জায়গা নিয়ে বেসরকারি উদ্যোগে তৈরি দেশের প্রথম এ পার্ক যাত্রা শুরু করে ১৯৯৪ সালে। পার্কে ২০ থেকে ২৫টি রাইড রয়েছে। টিকেটের মূল্য একটি রাইডারে চড়াসহ ৪০ টাকা। পার্ক খোলা থাকে সকাল ১০টা থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত।


 
Chittagong Shishu Park is located at kazidewri road, opposite Chittagong outer stadium. It is in the centre of the city. It is an amusement park for children. It is a small park and has about 10 to 12 rides. The rides are very basic and primitive. There is a small garden place inside with concrete seats to sit.

রাঙ্গামাটি / Rangamati

চট্রগ্রাম পার্বত্য জেলার অন্তর্গত রাঙামাটি পার্বত্য জেলা জনপ্রিয় পর্যটন এলাকা। এখানে পর্যটক আকৃষ্ট অনেক কিছু দেখার আছে। বিশেষত কাপ্তাই হ্রদ যা, কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্র নির্মিত বাঁধের দ্বারা সৃষ্ট। এই হ্রদের স্বচ্ছ ও শান্ত পানিতে নৌকা ভ্রমন অত্যন্ত সুখকর । হ্রদের উপর আছে ঝুলন্ত সেতু। জেলার বরকল উপজেলার শুভলং-এর পাহাড়ি ঝর্ণা ইতোমধ্যে পর্যটকদের কাছে ব্যাপক পরিচিতি লাভ করেছে। ভরা বর্ষামৌসুমে মূল ঝর্ণার জলধারা প্রায় ৩০০ ফুট উঁচু থেকে নিচে আছড়ে পড়ে।এছাড়া, কাপ্তাই জাতীয় উদ্যান উল্লেখযোগ্য ভ্রমন এলাকা। এখানে আরও আছে রাবার বাগান, রাজবন বিহার পেগোডা, পেডা টিং টিং, যাদুঘর, কাপ্তাই জাতীয় উদ্যান ইত্যাদি দেখার মত জাইগা।




Rangamati is the administrative headquarters of Rangamati Hill District in the Chittagong Hill Tracts of Bangladesh. The town is located at 22°37'60N 92°12'0E and has an altitude of 14 metres (49 feet).It's a travel destination of Bangladesh which is known as "Lake City". Kaptai lake, the hanging bridge and Pablakhali reserve forest are some of the notable locations to visit in Rangamati. Tourist Places in Rangamati 1.rajban bihar pagoda 2.peda ting ting 3.tribal cultural museum 4.hanging bridge 5.shuvolong 6.kaptai national park 7.royal chakma palace 8.rangamati kaptai lake.

পতেঙ্গা সৈকত / Patenga Sea Beach

পতেঙ্গা সৈকত বন্দর নগরী চট্রগ্রাম শহর থেকে ১৪ কিমি দক্ষিণে অবস্থিত। এটি কর্ণফুলী নদীর মোহনায় অবস্থিত। পতেঙ্গা একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র। এটি বাংলাদেশ নৌবাহিনীর নৌ একাডেমী এবং শাহ আমানত আন্তর্জাতিক বিমান বন্দরের সন্নিকটে। রাতের বেলা এখানে নিরাপত্তা বেশ ভালো এবং রাস্তায় পর্যাপ্ত আলো থাকে। স্থানীয় লোকের মতে, এখানে সুস্বাদু ও মুখরোচক খাবার অত্যন্ত সস্তায় পাওয়া যায়। তেমনি একটি জনপ্রিয় খাবার হল,মসলাযুক্ত কাঁকড়া ভাজা, যা সসা ও পিঁয়াজের সালাদ সহকারে পরিবেশন করা হয়। সন্ধাকালে সৈকতে চমৎকার ঠাণ্ডা পরিবেশ বিরাজ করে এবং লকজন এখাঙ্কার মৃদু বাতাস উপভোগ করে। পুরা সৈকত জুড়ে সারিবদ্ধ পাম গাছ আছে। অসংখ্য মাছ ধরার নৌকা এখানে নোঙ্গর করা থাকে। এছাড়া পর্যটকদের জন্য স্পীডবোট পাওয়া যায়। অধিকাংশ পর্যটক পতেঙ্গা সৈকতে আসে সূর্যাস্ত ও সূর্যদ্বয়ের মনোরম দৃশ্য উপভোগ করার জন্য।






Patenga is a sea beach located 14 kilometres south of the port city of ChittagongBangladesh. It is near the mouth of the Karnaphuli River.
Patenga is a popular tourist spot. The beach is very close to the Bangladesh Naval Academy of the Bangladesh Navy and Shah Amanat International Airport. Its width is narrow and swimming in the seas is not recommended. Part of the seashore is built-up with concrete walls, and large blocks of stones have been laid to prevent erosion. During the 1990s, a host of restaurants and kiosks sprouted out around the beach area. Lighting of the area has enhanced the security aspect of visiting at night.
Nowadays, alcohol peddling is very common at the beach. Vendors from the city sell their ice creams, cold drinks and food to the hundreds of tourists who come to Patenga Beach. According to the local people, Patenga is the best place for delicious, mouth-watering street food at very low costs. One of the popular dishes of the food stands is the fried, spicy mud crab served with a small plate full of falafel, garnished with cucumber and onion. The beach has a wonderful cool atmosphere even at the evening, and people come to enjoy the soothing breeze. The beach is lined with massive shady palm trees and fishing boats. It also has an array of speed boats for visitors. The beach, however, is quite sandy, with a few rocky patches.

Most visitors come to Patenga Beach as it is known for having some of the most stunning sunsets and sunrises in Bangladesh.

জাতি-তাত্ত্বিক জাদুঘর / The Ethnological Museum



জাতি-তাত্ত্বিক জাদুঘর বাংলাদেশ চট্টগ্রাম আগ্রাবাদে অবস্থিত একমাত্র জাতি-তাত্ত্বিক জাদুঘর যা মূলত বাংলাদেশের বিভিন্ন নৃতাত্ত্বিক জাতিগোষ্ঠীর দৈনন্দিন জীবনপ্রণালী এবং পারস্পরিক বোঝাপড়া ও সহকর্মী-অনুভূতি লালনের জন্য প্রতিষ্ঠিত।জাদুঘরে বাংলাদেশের উপজাতীয় মানুষের ইতিহাস সমন্বিত উপকরণের প্রদর্শন করা হয়েছে।

এশিয়া মহাদেশের দুটি জাতি-তাত্ত্বিক জাদুঘরের মধ্য চট্টগ্রামের জাতি-তাত্ত্বিক জাদুঘর অন্যতম, অন্যটি রয়েছে জাপানে।এটি গবেষণাকাজেও ব্যবহৃত হয়ে থাকে। জাদুঘর কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী প্রতিদিন দেশি-বিদেশি গবেষকসহ ২০০-৩০০ জন দর্শনার্থী এই জাদুঘর পরিদর্শন করেন।



The Ethnological Museum of Chittagong is the only ethnological museum in Bangladesh and is located in Agrabad, Chittagong. The Museum contains displays featuring the history of Bangladesh's tribal people.

সাঙ্গু নদী / Sangu River



সাঙ্গু নদী, স্থানীয়ভাবে শঙ্খ নদী, বাংলাদেশের দক্ষিণে পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে অবস্থিত একটি পাহাড়ি নদী। কর্নফুলীর পর এটি চট্টগ্রাম বিভাগের দ্বিতীয় বৃহত্তম নদী। বাংলাদেশের অভ্যন্তরে যে কয়টি নদীর উৎপত্তি তার মধ্যে সাঙ্গু নদী অন্যতম। মিয়ানমার সীমান্তবর্তী বাংলাদেশের বান্দরবান জেলার মদক এলাকার পাহাড়ে এ নদীর জন্ম। বান্দরবান জেলা ও দক্ষিণ চট্টগ্রামের ওপর দিয়ে প্রবাহিত হয়ে এটি বঙ্গোপসাগরে গিযে মিশেছে। উৎসমুখ হতে বঙ্গোপসাগর পর্যন্ত এই নদীর দৈর্ঘ্য ১৭০ কিলোমিটার।
সাঙ্গু নদী বান্দবান জেলার প্রধানতম নদী। বান্দরবান জেলা শহরও এ নদীর তীরে অবস্থিত। এ জেলার জীবন–জীবিকার সাথে সাঙ্গু নদী ওতপ্রোতভাবে জড়িত। বান্দরবানের পাহাড়ি জনপদের যোগাযোগের ক্ষেত্রে এ নদী একটি অন্যতম মাধ্যম।




The Sangu River is a river in Myanmar and Bangladesh. Its source is in the North Arakan Hills of Myanmar, located at 21°13´N 92°37´E. The Arakan Hills form the boundary between Arakan and the Chittagong Hill Tracts. It follows a northerly circuitous course in the hill tracts and then enters Bangladesh near Remarki, Thanchi Upazila, Bandarban District, from the east. It flows north through Thanchi, Rowangchhari and Bandarban Sadar Upazilas of Bandarban District

বান্দরবান / Bandarban

বান্দরবান জেলা বাংলাদেশের দক্ষিণ-পূর্বাঞ্চলের চট্টগ্রাম বিভাগের একটি প্রশাসনিক অঞ্চল। এটি বাংলাদেশের দক্ষিণ-পূর্ব দিকে চট্টগ্রাম বিভাগে অবস্থিত। এটি পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের অন্তর্গত। চট্টগ্রাম থেকে বান্দরবান জেলার দূরত্ব ৭৫কিলোমিটার। বান্দরবান জেলার আয়তন ৪৪৭৯ বর্গ কিলোমিটার। বান্দরবান সদর মারমা রাজা অংশুপ্রু-এর বাসভূমি। এই অঞ্চলের অন্য দুইটি জেলা হল রাঙামাটি ও খাগড়াছড়ি। বান্দরবান জেলা এর নৈসর্গিক বৈচিত্র্যের জন্য বাংলাদেশের একটি গুরূত্বপূর্ণ পর্যটন কেন্দ্রে পরিণত হয়েছে।বাংলাদেশের তিনটি পার্বত্য জেলার মধ্যে একটি বান্দরবান, বাংলাদেশের সবচেয়ে কম জনবসতিসম্পন্ন স্থান। বাংলাদেশের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ তাজিংডং (১০০৩ মিটার) বান্দরবান জেলায় অবস্থিত, যা বিজয় বা মদক মুয়াল নামেও পরিচিত। দেশের দ্বিতীয় বৃহত্তম পর্বতশৃঙ্গ কেওক্রাডং (৮৮৩ মিটার) এবং সর্বোচ্চ খাল রাইখিয়াং এই জেলায় অবস্থিত। এখানকার অন্য দুটি দর্শনীয় স্থান হলো চিম্বুক পাহাড় ও বগা লেক।



Bandarban is a district in South-Eastern Bangladesh, and a part of the Chittagong Division and Chittagong Hill Tracts. Bandarban is regarded as one of the most attractive travel destinations in Bangladesh. Bandarban (meaning the dam of monkeys), or in Marma or Arakanese language as "Rwa-daw Mro" is also known as Arvumi or the Bohmong Circle (of the rest of the three hill districts Rangamati is the Chakma Circle, Raja Devasish Roy and Khagrachari is the Mong Circle, Raja Sachingprue Marma). Bandarban town is the home town of the Bohmong Chief (currently King, or Raja, U Cho Prue Marma) who is the head of the Marma population. It also is the administrative headquarters of Bandarban district, which has turned into one of the most exotic tourist attractions in Bangladesh

Wednesday 25 November 2015

কাপ্তাই হ্রদ / Kaptai Lake

কাপ্তাই হ্রদ বাংলাদেশের পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের রাঙামাটি জেলার একটি কৃত্রিম হ্রদ। 

কর্ণফুলি পানি বিদ্যুৎ কেন্দ্রের জন্য ১৯৫৬ সালে কর্ণফুলি নদীর উপর কাপ্তাই বাঁধ 

নির্মাণ করা হলে রাঙামাটি জেলার ৫৪ হাজার একর কৃষি জমি ডুবে যায় এবং এ 

হ্রদের সৃষ্টি হয় পাকিস্তান সরকার ১৯৫৬ সালে আমেরিকার অর্থায়নে কাপ্তাই বাঁধ 

নির্মাণ শুরু করে। ১৯৬২ সালে এর নির্মাণ শেষ হয়। ইন্টারন্যাশনাল ইঞ্জিনিয়ারিং 

কোম্পানি এবং ইউতাহ ইন্টারন্যাশনাল ইনকর্পোরেট ৬৭০.৬ মিটার দীর্ঘ ও 

৫৪.৭ মিটার উচ্চতার এ বাঁধটি নির্মাণ করে। এ বাঁধের পাশে ১৬টি জলকপাট 

সংযুক্ত ৭৪৫ ফুট দীর্ঘ একটি পানি নির্গমন পথ বা স্প্রিলওয়ে রাখা হয়েছে। 

এ স্প্রিলওয়ে প্রতি সেকেন্ডে ৫ লাখ ২৫ হাজার কিউসেক ফিট পানি নির্গমন করতে পারে। 

এ প্রকল্পের জন্য তখন প্রায় ২৫ কোটি ৪০ লাখ টাকা বাজেট নির্ধারণ করা হলেও 

পরে তা ৪৮ কোটি ছাড়িয়ে যায়।





Kaptai Lake is a man made lake in south-eastern


Bangladesh. It is located in the Kaptai Upazila under 

Rangamati District of Chittagong Division. The lake was 

created as a result of building the Kaptai Dam on the 

Karnaphuli River, as part of the Karnaphuli Hydro-electric 

project. The Kaptai Lake's average depth is 100 feet (30 m) 

and maximum depth is 490 feet (150 m).Construction of the 

reservoir for the hydro-electric plant began in 1956 by the 

Government of East Pakistan. As a result, 54,000 acres (220 

km2) of farmland in the Rangamati District went under water 

and created the lake.

ডিসি হিল / DC Hill

ডিসি হিল বা ডিসির পাহাড় চট্টগ্রাম শহরে অবস্থিত অন্যতম নান্দনিক স্থান যার বর্তমান আনুষ্ঠানিক নাম নজরুল স্কয়ার।এই পাহাড়ের শীর্ষে চট্টগ্রাম জেলা কমিশনারের (ডিসি) সরকারী বাসভবন অবস্থিত। পাহাড়টির চারিদিকে অনেক সুউচ্চ গাছ রয়েছে। একসময় এই স্থানটিকে পার্ক হিসেবে ঘোষণা করার সিদ্ধান্ত হলেও পরবর্তীতে এক আর পার্ক করা হয় নি। প্রতিবছর বাংলা নববর্ষে এখানে বাঙালির জাতীয় উৎসব পহেলা বৈশাখ উদযাপন করার মধ্য দিয়ে ডিসি হিল ঐতিহাসিক গুরত্ব ধারণ করেছে। এছাড়াও এখানে জাতীয় এবং সাংস্কৃতিক দিবসসমূহ পালন, মঞ্চনাটক, উন্মুক্ত চলচ্চিত্র প্রদর্শনীসহ বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন হয়ে থাকে।ডিসি হিল চট্টগ্রাম শহরের নন্দনকান বৌদ্ধ মন্দির সড়কে অবস্থিত। এটি চট্টগ্রাম শহরের কেন্দ্রবিন্দু জিরো পয়েন্ট হতে ১কিমি দূরে অবস্থিত।




The place of almost all cultural activities. A open theater is built.
There is a bungalow for Divisional Commissioner on top of the hill - so the name is DC Hill.

ভাটিয়ারী গলফ এ্যান্ড কান্ট্রি ক্লাব / Bhatiary Golf & Country Club

পাহাড়ের পাদদেশে প্রকৃতি যেন তার অকৃত্রিম ভালবাসায় গড়ে তুলেছে চট্টগ্রামের ভাটিয়ারী গলফ এ্যান্ড 

কান্ট্রি ক্লাবটি। এখানে প্রকৃতির সব কিছুই রয়েছে পর্যটক ও খেলাপিপাসুদের জন্য। দিনের বেলায় 


প্রকৃতি তার পরিপূর্ণ ভালবাসা দিয়ে এ আঙ্গিনাকে যেমন প্রস্ফুটিত করে তেমনি রাতে কৃত্রিমতা যেন 


সাজিয়ে তোলে রঙ্গিনরূপে। একই আঙ্গিনায় উভয় প্রতিচ্ছবি দেখে অনেকে অবাক দৃষ্টিতে চেয়ে থাকেন 


ক্লাবের দিকে। সকালের শিশিরে যদি ক্লাবের মাঠে পা ভেজানো যায় মন্দ নয়। এমন ভেবে অনেক 


পেস্নয়ারই বুট খুলে আলতোভাবে শিশিরের ছোঁয়া নেন। বাসত্মবতা এখানে প্রকৃতির কারণেই স্বার্থক হয়ে 


উঠেছে। তাই অনেক-সুবিশাল পাহাড়ে ঘেরা পাদদেশে এই ক্লাবের দৃষ্টিনন্দন চেহারা 


পথভোলা
 পথিককেও থমকে দাঁড়াতে বাধ্য করে। সীতাকুণ্ডে, ভ্রমনকারীদের জন্য ভাটিয়ারী গলফ ক্লাব 

অন্যতম একটি আকর্ষনীয় স্থান যা প্রাকৃতিক জলাধার এবং পাহাড় দিয়ে আবৃত। 


এখানে বিভিন্ন ধরনের এবং বিভিন্ন জাতের গাছ, পশু এবং পাখি দেখা যায়। এ থেকেই বুঝা যায় যে এই 

এলাকাও প্রাকৃতিক সৌর্ন্দয্যে পরিপূর্ণ। 
যদিও এই এলাকা বাংলাদেশ মিলিটারী একাডেমীর নিয়ন্ত্রনাধীন, 

ভ্রমণকারীরা যথাযথ কর্তৃপক্ষের 
পূর্বানুমতি সাপেক্ষে এ এলাকা ভ্রমন করতে পারবেন। আপনি এলাকায় 

প্রবেশ করার সময় কোন ক্যামেরা, রেকডিং ডিভাইস আনতে পারবেন না এবং আপনি এ এলাকার 


কোন ছবি তুলতে পারবেন না। এটি বাংলাদেশের ২য় বৃহত্তম এবং সবচেয়ে মান সম্পন্ন গলফ ক্লাব। 


এখানে সারা বছর ধরে নানা দেশী এবং আর্ন্তজাতিক গলফ টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। খেলা ছাড়াও এই 


এলাকা পিকনিক স্পট হিসেবেও ব্যবহার করা হয়, তবে এ এলাকায় পিকনিক করতে হলে কিছু 


নিয়মকানুন বা শর্ত মানতে হয় যা যথাযথ কর্তৃপক্ষ অনুমতি দানের সময় জানিয়েদেন যেমন: এলাকায় 


রান্না করা যাবেনা খাবার, খাবার পানি বাইরে থেকে নিয়ে আসতে হবে এবং এ এলাকা নোংরা করা 


যাবেনা। তাই পিকনিক করার আগেই যথাযথ কর্তৃপক্ষের কাছ থেকে অনুমতি নিতে হবে।

ডুলাহাজারা সাফারি পার্ক / Dulhazra Safari Park

ডুলাহাজারা সাফারি পার্ক, আরো পরিচিত ডুলাহাজারা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাফারি পার্ক 

১৯৯৯ খ্রিস্টাব্দে বাংলাদেশের কক্সবাজারের চকোরিয়া উপজেলায় অবস্থিত একটি সাফারি পার্ক, 

যেখানে পশুপাখি মুক্ত অবস্থায় বিচরণ করে।ডুলাহাজারা সাফারি পার্কটি কক্সবাজার জেলা সদর থেকে 

৪৮ কিলোমিটার উত্তরে এবং চকরিয়া থানা থেকে ১০ কিলোমিটার দক্ষিণে,কক্সবাজার জেলা সদরের 

দক্ষিণ বন বিভাগের ফাসিয়াখালি রেঞ্জের ডুলাহাজারা ব্লকে অবস্থিত। মূলত হরিণ প্রজনন কেন্দ্র 

হিসেবে ১৯৯৯ খ্রিস্টাব্দে বাংলাদেশ বন ও পরিবেশ মন্ত্রণালয় কর্তৃক এই পার্কটি প্রতিষ্ঠিত হয়। এই 

সাফারি পার্কটি ৬০০ হেক্টর এলাকাজুড়ে বিস্তৃত।

ডুলাহাজারা সাফারি পার্ককে কেউ কেউ সাফারি পার্ক বলতে রাজি নন, কারণ এখানে প্রাকৃতিক 

অবকাঠামোর বদলে অত্যাধুনিক ও কৃত্রিম অবকাঠামো গড়ে তোলা হয়েছে বেশি।

বাংলাদেশ বন বিভাগের দেয়া তথ্যমতে, এই পার্কটিতে বছরে প্রায় ১,০০,০০০ পর্যটক ভ্রমণ আসেন, 

এবং পার্কের প্রবেশ মূল্য ৳2০ (বিশ টাকা)।ডুলাহাজারা সাফারি পার্ক মূলত হরিণ প্রজনন কেন্দ্র 

হিসেবে প্রতিষ্ঠিত হলেও এখানে বাঘ, সিংহ, হাতি, ভালুক, গয়াল, কুমির, জলহস্তী, মায়া হরিণ, সম্বর 

হরিণ, চিত্রা হরিণ, প্যারা হরিণ প্রভৃতি প্রাণীও রয়েছে।এই পার্কে স্বাদুপানির কুমির যেমন আছে, 

তেমনি আছে লোনা পানির কুমির। 








Dulahazara Safari Park was developed on an undulating 


landscape of around 2,224 acres (9.00 km2) of area at 

Chakaria Upazila in Cox's Bazar District, Bangladesh, some 

107 km away from the port city, Chittagong, with an 

objective to create facilities for eco-tourism, research work 

and entertainment as well as from conserving wild animals 

in natural environment.

A Bangladeshi Gaur in DulaHazara Safari Park, Cox's Bazar


Dulahazara Safari Park is home to at least 4,000 animals of 

165 species. After the new government took over in January 

2007, joint forces rescued many of these new residents of 

the park during their drives at houses and establishments 

owned by graft suspects. Many individuals also donated 

some of the animals to the park during this period. The 

seized and donated animals recently sent to the park 

include 90 spotted deer, 42 barking deer, three sambar 

deer, one freshwater crocodile, one saltwater crocodile, nine 

black bears, four pythons, 17 peacocks, 19 Turkish 

pheasants and two emus.

Another source of animals is the Dhaka Zoo. The animal 

population in Dhaka zoo has increased over the years due 

to their breeding, and the Dhaka zoo donated a number of 


lions and tigers to the Dulahazara Safari Park.

Tuesday 24 November 2015

পার্কি সমুদ্র সৈকত / Parki Beach

পার্কি সমুদ্র সৈকত - আনোয়ারা / Parki Beach - Anowara

দক্ষিন চট্টগ্রামের আনোয়ারা উপজেলার মধ্যস্থলে বঙ্গোপসাগরের উপকূল ঘেঁষে গড়ে উঠেছে “পার্কির চর” নামে খ্যাত দৃষ্টি নন্দন পার্কি সমুদ্র সৈকত।

স্থানীয় ভাষায় “পারকীর চর” আর পর্যটনীয় ভাষায় “পারকী বীচ” বা সৈকত”। চট্টগ্রাম শহর থেকে “পারকী বীচের” দূরত্ব প্রায় ২৫ কিঃমিঃ। 

যেতে সময় লাগবে ১ ঘন্টা। এটা মূলত কর্ণফুলী নদীর মোহনায় অবস্থিত। অর্থাৎ কর্ণফুলী নদীর মোহনার পশ্চিম তীরে পতেঙ্গা সমুদ্র সৈতক এবং 

পূর্বদক্ষিণ তীরে পারকী সমুদ্র সৈকত। এটি চট্টগ্রাম জেলার আনোয়ার থানার অর্ন্তগত একটি উপকূলীয় সমুদ্র সৈকত। চট্টগ্রাম সার কারখানা ও 

কাফকো যাওয়ার পথ ধরে এই সৈকতে যেতে হয়।চট্টগ্রাম শহর থেকে “পারকী বীচের” দূরত্ব প্রায় ২৫ কিঃমিঃ। যেতে সময় লাগবে ১ ঘন্টা। 

সরাসরি কোন বাস সার্ভিস নেই। চট্টগ্রাম শহর থেকে রেন্টে-কার, ক্যাব, মাইক্রো বা সি.এন.জি বেবী ইত্যাদি রিজার্ভে আসা যাওয়ার জন্য 

ভাড়া করতে হবে। অনেক সময় ফিরতি পথে ঠিক মতো গাড়ী পাওয়া যায় না। তাই আসা-যাওয়ার জন্য গাড়ী রিজার্ভ করাই ভাল।

Facebook Post




বাটারফ্লাই পার্ক / Butterfly Park

বাটারফ্লাই পার্ক / Butterfly Park

বন্দরনগরী চট্টগ্রামের পতেঙ্গার খবর সবারই জানা। ঝাউগাছে ঢাকা দীর্ঘ পথ পেরিয়ে এখানকার সমুদ্রসৈকতে হয়তো এসেছেন অনেকেই। কিন্তু পতেঙ্গার নতুন একটি ভ্রমণ গন্তব্যের কথা হয়তো অনেকেরই অজানা। সেটি হলো প্রজাপতির এক জগত—‘বাটারফ্লাই পার্ক’। পতেঙ্গার শাহ আমানত বিমান বন্দরের পাশেই গড়ে তোলা হয়েছে আকর্ষণীয় এ জায়গাটি। বাটারফ্লাই পার্কের সামনে রঙিন প্রজাপতির বিশাল বিশাল ছবিতে মোড়ানো দেয়াল দেখে কারো বুঝতে বাকি থাকবে না, ভেতরটায় কী অপেক্ষা করছে তার জন্য। ফটক পেরিয়ে ভেতরে ঢুকলে ছোট্ট কাঠের সেতু পেরিয়ে ওপারেই লোহার জালে তৈরি বিশাল প্রজাপতির জগত। লোহার তৈরি চিকন শেকলের প্রথম দরজার একটু পরেই মোটা পলিথিনের ভার্টিকাল ব্লাইন্ডার ঠেলে ঢুকতে হয় ভেতরে। প্রজাপতি যেন তার জগত ছেড়ে বেরিয়ে পড়তে না পারে এজন্যই এ রকম প্রবেশদ্বার। ভেতরে ঢুকে একটু চমকেই যেতে হয়। কারণ, সে এক ভিন্নজগত্! ছোট্ট জলধারার চারপাশে নানা রকম গাছপালা, বেশিরভাগই বনফুল। কৃত্রিম ফোয়ারার প্রবাহে সে জলধারা স্রোত। 





গাছের ছায়ায় ছায়ায় ট্রেতে খাবার দেওয়া। উড়তে উড়তে ক্লান্ত কোনো প্রজাপতি এসে বসে গেছে সেখানে খাবার খেতে। একেক গাছে, ফুলে একেক রকম প্রজাপতি। কারো চঞ্চল ওড়াউড়ি, কেউ আবার বিশ্রাম নিতে হয়তো বসে গেছে পাতার আড়ালে-আবডালে। কোনো কোনো গাছের পাতায় দেখা যাবে শুককিট, যা থেকেই মূলত প্রজাপতির জন্ম। গাছের ছায়ায় ছায়ায় আবার বসার ব্যবস্থাও করা আছে। তবে সে ব্যবস্থাও ভিন্নতর। বসার চেয়ারগুলো দেখে প্রথম দর্শনে কেউ বিশাল আকৃতির কোনো প্রজাপতি ভেবে ভুল করতে পারেন। এতক্ষণ দেখলেন জীবন্ত প্রজাপতি। এবার চলুন প্রজাপতির আরেক জগতে। এটি মূলত প্রজাপতি জাদুঘর। এর ভেতরের দেয়ালে কাচঘেরা বাক্সে সাজিয়ে রাখা আছে নানান প্রজাতির নানান প্রজাপতি। এখানে যেসব প্রজাপতি মারা গেছে, সেগুলো ছাড়াও দেশের বিভিন্ন জায়গা থেকে মৃত প্রজাপতিগুলো সংগ্রহ করে এখানে সংরক্ষণ করা হয়েছে যত্নের সঙ্গে। প্রজাপতির জাদুঘর থেকে বেরিয়ে একটু সামনে গেলে শিশুদের খেলাধুলার জন্য জায়গাটি সাজানো হয়েছে পরিপাটি করে। পাশেই জলাশয়। সেখানে ফাইবারের তৈরি বোট চালানোর ব্যবস্থা আছে। আর প্রায় পাঁচ শতাধিক লোকের জন্য একটি বনভোজন কেন্দ্রও আছে এখানে। প্রয়োজনীয় তথ্য বাটারফ্লাই পার্কে প্রবেশমূল্য বড়দের ১০০ টাকা ও ছোটদের ৫০ টাকা। তবে, বর্তমান প্রবেশমূল্যে ছাড় দিয়ে যথাক্রমে ৫০ ও ৩০ টাকা নেয়া হচ্ছে।

নেভাল ২ / Neval 2

নেভাল ২ / Neval 2

Neval 2 is a place to visit occasionally and picnic spot. 
People visit there to amuse themselves. It is situated 
at the bank of Karnafully River. One can enjoy amusing 
view of River and have themselves refreshing air at this 
place. You can go there on foot or by any light Transportation. 
You can reach in Neval 2 by the path of Alkaran, Firingi Bazar, 
Sadarghat Road, Panir Ghat/Ovoy Mitra Ghat. 
You are welcome to this beautiful place.

To read in Facebook