কাপ্তাই হ্রদ বাংলাদেশের পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের রাঙামাটি জেলার একটি কৃত্রিম হ্রদ।
কর্ণফুলি পানি বিদ্যুৎ কেন্দ্রের জন্য ১৯৫৬ সালে কর্ণফুলি নদীর উপর কাপ্তাই বাঁধ
নির্মাণ করা হলে রাঙামাটি জেলার ৫৪ হাজার একর কৃষি জমি ডুবে যায় এবং এ
হ্রদের সৃষ্টি হয় পাকিস্তান সরকার ১৯৫৬ সালে আমেরিকার অর্থায়নে কাপ্তাই বাঁধ
নির্মাণ শুরু করে। ১৯৬২ সালে এর নির্মাণ শেষ হয়। ইন্টারন্যাশনাল ইঞ্জিনিয়ারিং
কোম্পানি এবং ইউতাহ ইন্টারন্যাশনাল ইনকর্পোরেট ৬৭০.৬ মিটার দীর্ঘ ও
৫৪.৭ মিটার উচ্চতার এ বাঁধটি নির্মাণ করে। এ বাঁধের পাশে ১৬টি জলকপাট
সংযুক্ত ৭৪৫ ফুট দীর্ঘ একটি পানি নির্গমন পথ বা স্প্রিলওয়ে রাখা হয়েছে।
এ স্প্রিলওয়ে প্রতি সেকেন্ডে ৫ লাখ ২৫ হাজার কিউসেক ফিট পানি নির্গমন করতে পারে।
এ প্রকল্পের জন্য তখন প্রায় ২৫ কোটি ৪০ লাখ টাকা বাজেট নির্ধারণ করা হলেও
পরে তা ৪৮ কোটি ছাড়িয়ে যায়।
Kaptai Lake is a man made lake in south-eastern
Bangladesh. It is located in the Kaptai Upazila under
Rangamati District of Chittagong Division. The lake was
created as a result of building the Kaptai Dam on the
Karnaphuli River, as part of the Karnaphuli Hydro-electric
project. The Kaptai Lake's average depth is 100 feet (30 m)
and maximum depth is 490 feet (150 m).Construction of the
reservoir for the hydro-electric plant began in 1956 by the
Government of East Pakistan. As a result, 54,000 acres (220
km2) of farmland in the Rangamati District went under water
and created the lake.
কর্ণফুলি পানি বিদ্যুৎ কেন্দ্রের জন্য ১৯৫৬ সালে কর্ণফুলি নদীর উপর কাপ্তাই বাঁধ
নির্মাণ করা হলে রাঙামাটি জেলার ৫৪ হাজার একর কৃষি জমি ডুবে যায় এবং এ
হ্রদের সৃষ্টি হয় পাকিস্তান সরকার ১৯৫৬ সালে আমেরিকার অর্থায়নে কাপ্তাই বাঁধ
নির্মাণ শুরু করে। ১৯৬২ সালে এর নির্মাণ শেষ হয়। ইন্টারন্যাশনাল ইঞ্জিনিয়ারিং
কোম্পানি এবং ইউতাহ ইন্টারন্যাশনাল ইনকর্পোরেট ৬৭০.৬ মিটার দীর্ঘ ও
৫৪.৭ মিটার উচ্চতার এ বাঁধটি নির্মাণ করে। এ বাঁধের পাশে ১৬টি জলকপাট
সংযুক্ত ৭৪৫ ফুট দীর্ঘ একটি পানি নির্গমন পথ বা স্প্রিলওয়ে রাখা হয়েছে।
এ স্প্রিলওয়ে প্রতি সেকেন্ডে ৫ লাখ ২৫ হাজার কিউসেক ফিট পানি নির্গমন করতে পারে।
এ প্রকল্পের জন্য তখন প্রায় ২৫ কোটি ৪০ লাখ টাকা বাজেট নির্ধারণ করা হলেও
পরে তা ৪৮ কোটি ছাড়িয়ে যায়।
Kaptai Lake is a man made lake in south-eastern
Bangladesh. It is located in the Kaptai Upazila under
Rangamati District of Chittagong Division. The lake was
created as a result of building the Kaptai Dam on the
Karnaphuli River, as part of the Karnaphuli Hydro-electric
project. The Kaptai Lake's average depth is 100 feet (30 m)
and maximum depth is 490 feet (150 m).Construction of the
reservoir for the hydro-electric plant began in 1956 by the
Government of East Pakistan. As a result, 54,000 acres (220
km2) of farmland in the Rangamati District went under water
and created the lake.
No comments:
Post a Comment